বগুড়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা, মানববন্ধন-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক,বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামবাসীর বিক্ষোভ মিছিলটি আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, অন্তরা বিন্তে আঞ্জু, তামজিদ হোসেন জিহাদ, শাহীন আলম।
১৯ জুলাই মহির উদ্দিন ব্যক্তিগত কাজে তার দুই সহযোগী একই গ্রামের শাহীন মিয়া এবং কামরুল আকন্দকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়া গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যা ৭ টার দিকে ভেলাবাড়ী তিন মাথার মোড়ে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন তাদের মোটরসাইকেল থামিয়ে দেন। এ সময় তার সাথে থাকা বেশ কয়েকজন দেশীয় অস্ত্রসহ মহিরের উপর অতর্কিত হামলা চালায়।