বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক রংপুর
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রহিত উদ্দীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রহিত উপজেলার বশিকোড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গত বুধবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন আদমদীঘির গাদোঘাট গ্রাম এলাকায় পৌঁছালে মানসিক ভারসাম্যহীন রহিত রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় কাটা পড়েন। এতে শরীর থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।