বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় জেলা প্রশাসন আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা প্রশাসক সভা কক্ষ করতোয়ায় এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় বগুড়া জেলায় ভোক্তা পর্যায়ে সেবার মান আরো বাড়াতে হবে। বাজারে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মনিটরিং করতে হবে। ব্যবসায়ীরা যেন ক্রেতাদের কোনভাবেই ঠকাতে না পারে সে বিষয়ে তদারকি আরও জোরদার করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আতকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল করিম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রেজভী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এনামুল হক দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী প্রমুখ।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights