বগুড়ায় মুক্তিযোদ্ধার সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল সরদারের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক পাভেল রানা, সদস্য সচিব আজিজুর রহমান সুমন, মশিউর রহমান, বিপ্লব, মনির হোসেন, সুলতান মাহমুদ প্রিন্স, হাসান, মহাসিন, সেলিম, তৌফিকুর, পবন, সোহেল ও খোকনসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের গত ২২ মার্চ আদমদীঘি উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল সরদারকে (৪০) নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর থানায় মামলা করা হয়। এরপর আসামিরা জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ন্যায় বিচারের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights