বগুড়ায় হত্যার ২২ বছর পর ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার গাবতলীতে ভ্যানচালককে হত্যার ২২ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। দণ্ডিত হলেন সাইদুল, ফুটু ও জাহিদুল। তারা সবাই গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবোত্তর পাড়ার বাসিন্দা। এদের মধ্যে সাইদুল পলাতক আছেন।

আর খুন হওয়া ভ্যানচালক হলেন পূর্ব মহিষাবানের উত্তরপাড়ার আকবর আলীর ছেলে মহিদুল ইসলাম। ২০০০ সালের ৭ নভেম্বর তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে আসামিরা ভ্যান ছিনতাই করেন।
পরের দিন পাশের বালিয়াদীঘি ইউনিয়নের ধোপাগাড়ী এলাকায় মহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নিহতের বাবা আকবর আলী তিনজনের নাম উল্লেখ করে গাবতলী থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি জানান, আসামিরা ভ্যানচালক মহিদুলের পূর্ব পরিচিত। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে মহিদুলের ভ্যান ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিল হত্যার দিন। পরে সুযোগ বুঝে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে ধোপাগাড়ী এলাকায় মহিদুলের মরদেহ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় ওই তিনজন।
এপিপি নাছিমুল করিম আরও জানান, এ ঘটনার পর থেকে সাইদুল পলাতক রয়েছে। আর বাকি দুজন গ্রেফতার ছিলেন। এর মধ্যে জাহিদুল গ্রেফতারের পরপর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফুটু অনেকদিন ধরে জামিনে ছিলেন, রায় ঘোষণার দিন তিনি আদালতে হাজির হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দীর্ঘ ২২ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ শুনানি শেষে বিচারক হাবিবা মণ্ডল তিনজনের যাবজ্জীবন রায় দেন। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারক। দুই আসামিকে কারাগারে নিয়ে গেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights