বগুড়া পুলিশ লাইন্স কলেজে একাদশ শ্রেণির পাঠদান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার জাকির হাসান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের সম্ভবনাময় ভবিষ্যৎ গঠনে কঠোর পরিশ্রমী ও অধ্যাবসায়ী হতে হবে। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কলেজ জীবনের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময় যথাযথভাবে কাজে লাগাতে হবে। স্কুলের গন্ডি পেরিয়ে আজ তোমরা কলেজ জীবন শুরু করতে যাচ্ছ। তোমাদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস বিরাজ করছে। তোমাদের মনে রাখতে হবে, সামনের দুই বছর হলো শিক্ষা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়। এই দুই বছরের অধ্যাবসায় তোমাকে আগামী দীর্ঘ সফলতার পথে পরিচালিত করতে পাথেয় হয়ে থাকবে।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব কাজী মুহ. মুনজুরুল হকের সভাপতিত্বে ও প্রভাষক অপূর্ব কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার। এসময় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী, ভর্তি কমিটির আহবায়ক জ্যেষ্ঠ্য প্রভাষক শহীদুল ইসলাম, কলেজ শাখার ইনচার্জ জিনাত তানজিনা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি নাছিমা খাতুন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি ইবনুল তাশরীফ, প্রাথমিক শাখার সহকারী প্রদান শিক্ষক আব্দুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক মাহমুদুল হাসান মামুন, প্রভাষক আবুল বাসার, প্রভাষক কামরুন্নাহার বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights