বড়াইগ্রামে শিক্ষক সমিতির বিভাগীয় সমাবেশ

নাটোর প্রতিনিধি:

জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটোরের বড়াইগ্রামের চক দাইড়পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সমিতি বদরুল আমিন ফরহাদ।

বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চকদাইড় পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এসএম মাসুদ রানা মান্নানের সভাপত্বিতে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে সমিতির কেন্দ্রীয় মহাসচিব ফরিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক লীনা রানী দাস, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাবু ও দপ্তর সম্পাদক মোকছেদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক খাবির হোসেন, পাবনা জেলা সভাপতি জলিল আহমেদ, সিরাজগঞ্জ জেলা সভাপতি ফজলুল হক, বগুড়া জেলা সহ-সভাপতি নাজিয়া সুলতানা, নাটোর জেলা সভাপতি কাওসার আহমেদ ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights