বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী।

আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

অপরদিকে, দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।
গতকাল শনিবার বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights