ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) নির্বাচনে দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন সভাপতি এবং নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় ববিসাস’র ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মো. আবদুল কাইউম।

এ সময় নির্বাচন কমিশনার ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ও হল প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, মো. শফিকুল ইসলাম ও ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
এবার কার্যকরী পরিষদের ৯টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সবগুলো পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কমিটির সহ-সভাপতি হয়েছেন ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. মেহরাব হোসেন, মাসুদ রানা ও মো. মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights