বরগুনায় কমরেড হালিমের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

গোবিন্দ মালাকার ,বরগুনা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরগুনা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হালিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও নীরবতা পালন করা হয়েছে।

সকাল ৯টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরগুনা জেলা কমিটি,আনোয়ার হালিম স্মৃতি পাঠাগার,সত্যেন সেন সঙ্গীত একাডেমি বাংলাদেশ মহিলা পরিষদ, মুক্তিযুদ্ধ জাদুঘর . সেক্টর কমান্ডার্স ফোরাম , বাংলাদেশ যুব ইউনিয়ন,কমরেড হালিমের কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্দা নিবেদন করে।
সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য বরগুনার বুদ্ধিজীবী কবস্থানে উপস্থিত ছিলেন বাংলদেশের কমিউনিস্ট পার্টি বরগুনা জেলা কমিটির সভাপতি মো: আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আ: মোতালিব,মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টী চিত্তরঞ্জন শীল, আনোয়ার হালিম পাঠাগারের প্রতিনিধি এড: নাজমুল আহসান রাসেল ও দ্বিপংকর হাওলাদার, সত্যেন সেন স্মৃতি পাঠাগারের সভাপতি মিজানুর রহমান কিসলু ও কমল মজুমদার, যুব ইউনিয়নের সভাপতি জাকির হোসেন জুয়েল, বেতাগী সরকারী কলেজের প্রভাষক এমাদুল হক শাহিন, যুবনেতা সুমন হাওলাদার, শ্রমিক নেতা মো: হাবিবুররহমান,মো: আনোয়ার হোসেন,মো: ইউসুফ, সাংস্কৃতিক কর্মী মো: জাহাঙ্গীর হোসেন সিকদার পরিমল, দেবনাথ,শংকর চন্দ্র শীল, পরিমল রায়, মুক্তিযোদ্ধ শহীদ পরিবারের সদস্য সুভাষ রায় প্রমুখ। কমরেড হালিম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার স্মরণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারী বিকেলে বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights