বরগুনায় দুইশ’ ইয়াবাসহ আটক ১
বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে ২২৫ ইয়াবাসহ মাদক কারবারি রাকিবুল জোমাদ্দারকে (৩০) আটক করেছে বরগুনার ডিবি পুলিশ। রাকিবুলের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাকিবুলকে শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা কারা হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঝাড়াখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রাকিবুল কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার মৃত আজিজ জোমাদ্দারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারি রাকিবুলকে আটক করা হয় ও তার শরীর তল্লাশী করে ২২৫টি ইয়াবা পাওয়া যায়। পরে তালতলী থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে হস্তান্তর করে।
পুলিশ পরিদর্শক ( ডিবি) বরগুনা মোঃ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবাসহ রাকিবুল নামের এক মাদক কারবারিকে আটক করে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, ডিবি পুলিশ একজন মাদক-কারবারিকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।