বরগুনায় বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা
আসাদ সবুজ, বরগুনাঃ
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বরগুনায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা । ঠান্ডাজনিত এসকল রোগীদের মধ্যে শিশু আর বৃদ্ধের সংখ্যাই বেশি। ঠান্ডাজনিত রোগী ছাড়াও প্রতিনিয়ত হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি আছে আট মাসের শিশু জুনাইদ। তার স্বজনরা জানান, গত দুদিন ধরে তারা হাসপাতালে আছেন। শিশটি কিছু খাচ্ছে না। ছোট বাচ্চা হওয়ায় হাতে স্যালাইন রাখতে দিচ্ছে না।
হাসপালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ভর্তি হওয়াদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। গত এক সপ্তাহে বরগুনা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও তা গত দু-এক বছরের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, শীত বাড়লে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা, নিউমোনিয়া, জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, জ্বরসহ মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়।
বরগুনা সদর হাসপাতালের দেওয়া তথ্যমতে, বরগুনা সদরসহ মোট ছয় উপজেলায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এপর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ২৪ জন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ৩৫ জন, আর অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি ১৬ জন।
বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, গত দু-এক বছরের তুলনায় বরগুনায় ঠান্ডাজনিত ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অনেক কম। তবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি কোনো কারণে আক্রান্ত বেড়ে যায় তাহলে আমরা সামাল দিতে পারবো। পর্যাপ্ত জনবল ও স্যালাইন-ওষুধ মজুত রয়েছে।