বরগুনায় লোকালয়ে চিতা বাঘ

বরগুনা প্রতিনিধি

বরগুনার সদর উপজেলার বুড়ীরচর ইউনিয়নের পুরাঘাটা এলাকায় একটি চিতা বাঘের বাচ্চা আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ভোর পাঁচটার দিকে পুরাঘাটা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ বুড়িরচর জয়নাল খানের বাড়ির উঠানে চিতা বাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বাড়ির লোকজন জড়ো হয়। এক পর্যায়ে বাঘটির কাছে গেলে গর্জে ওঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে চিতা বাঘের বাচ্চাটিকে ধরে ফেলে। চিতাবাঘের বাচ্চাটি দেখতে ফেরিঘাট এলাকার উৎসুক লোকজনের ভিড় বেড়ে গেলে ফেরিঘাট সংলগ্ন হোগলপাতার জঙ্গলে চিতাবাঘের বাচ্চাটি গ্রামবাসী অবমুক্ত করে দেয়।

বণবিভাগের রেইঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চিতা বাঘের বাচ্চা লোকালয়ে প্রবেশের খবর পেয়ে আমাদের লোক পৌঁছানোর আগেই গ্রামবাসী বাঘের বাচ্চাটি পাশের হোগলপাতার জঙ্গলে ছেড়ে দেয় বলে জেনেছি। তবে আমরা সতর্ক রয়েছি আবার লোকালয়ে প্রবেশ করলে আটকের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights