বরিশালে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল নগরীর বগুড়া রোডের একটি কারখানায় শ্রমিকদের সঙ্গে গণসংযোগ করেন বরিশাল সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। গণসংযোগকালে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচিত হলে ভোলার গ্যাস বরিশালে এনে কারখানা স্থাপন করা হবে। এখানে কর্মসংস্থান বৃদ্ধি ঘটবে, বেকারত্ব দূর হবে।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোটের মাঠ এখন শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতিদান দেবেন বলে জানান তিনি। পরে তিনি বগুড়া রোড এলাকায় গণসংযোগ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আনিচ উদ্দিন শহীদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights