বরিশালে কৃষকদের মাঝে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর এলাকার কৃষকদের মাঝে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর খামারবাড়ির চত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এই বীজ বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, মেট্টোপলিটন কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম ভৌমিক, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

উদ্বোধনকালে জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম বলেন, ধানের সর্বোচ্চ উৎপাদন পেতে উন্নতমানের ইনব্রিডের পাশাপাশি হাইব্রিড জাতের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই।

কৃষি অফিসার উত্তম ভৌমিক জানান, আসন্ন বোরোধান আবাদে উৎসাহিত করার জন্য বরিশাল মেট্টোপলিটন এলাকায় ১ শত জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ২ কেজি হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। এই বীজ একজন চাষির ২ বিঘা জমিতে ব্যবহার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights