বরিশালে কৃষি রিপোটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এবং কৃষি উদ্ভাবনকে কার্যকরভাবে ব্যবহারে প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সংবাদ প্রচারে বরিশালের গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর নগরীর বান্দ রোডের হোটেল গ্র্যান্ডপার্কের সাউথ গেট ব্যাংকুইট হলে এই প্রশিক্ষনের আয়োজন করে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) নামে একটি সংগঠন।
বরিশালের বিভিন্ন গনমাধ্যমের ২০ জনের অধিক গনমাধ্যম কর্মী মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন ও সিনিয়র সাংবাদিক মো. আনিসুর রহমান স্বপন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় কৃষি বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফাজ্জল হোসেন বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন বা উন্নয়ন করতে চাইলে জীবপ্রযুক্তির উপর গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে হবে। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে গনমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কর্মশালায় এখন টিভির বিশেষ প্রতিবেদক ফিরদাউস সোহাগ, এফএফবি’র প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সাদিক উদ্দিন, ফার্মিং ফিউচার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ ইমরান, রাহাত খান, গিয়াস উদ্দিন সুমন, আজিম হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রুপ ডিসকাশন শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।