বরিশালে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান।

বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে বরিশাল বিভাগের গণমাধ্যম কর্মী ও প্রাণি সম্পদ কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন।

খুলনা বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএলএস’র পরিচালক (উৎপাদন) ড. এবিএম খালেদুজ্জামান এবং ডিএলএস’র পরিচালক (বাজেট) ড. মো আবু সুফিয়ান। এছাড়া প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানীসহ অন্যরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণি সম্পদ খাত তুলে ধরার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন আলোচকরা।

মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান বলেন, গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে প্রাণিসম্পদ খাত তার একটি বড় উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights