বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা ও দমন নিপীড়নের প্রতিবাদ এবং নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, কমরেড সাঈদুর রহমান, অধ্যাপক দুলাল মজুমদার ও আইনজীবী একে আজাদসহ অন্যান্যরা।

সমাবেশ শেষে একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights