বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির ডাকা অবরোধ সফল করতে বরিশালে পৃথক ৪টি মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। একটি মিছিলে পুলিশের লাঠিচার্জে ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আটক হয়েছে ৩ জন। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।

বুধবার সকাল ৭টায় নগরীর বাজার রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে ওয়ার্ড ছাত্রদল। সকাল ৯টায় নগরীর লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। দুপুর ১টায় নগরীর বটতলা টেম্পু স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি। এ সময় পুলিশ ওই মিছিলে লাঠিচার্জ করলে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয় বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সদস্য জাহিদুর রহমান রিপন। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলী হায়দার বাবুল এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিনারকে আটক করে।

অপরদিকে দুপুর দেড়টায় নগরীর বান্দ রোড ঈদগাহ মাঠ এলাকায় মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় পুলিশ মিছিলটি ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জুকে আটক করে।
এদিকে বিএনপির ডাকা অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। স্থানীয় রুটের লঞ্চ ও বাস চলাচল করলেও যাত্রী তুলনামূলক কম। নগরীর অভ্যন্তরে চলাচল করছে প্রচুর সংখ্যক থ্রি হুইলার এবং রিক্সা-অটোরিক্সা। নগরীর দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights