বরিশালে ৯৪ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ছয় দিনে ৯৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ লাখ ৬২ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৭১১ টি অভিযান চালানো হয়েছে। ২৩০ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মামলা করা হয়েছে ২৫৯ টি। এখন পর্যন্ত ৫ হাজার ৬৪৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার একশত টাকা মূল্যের ২৫ লাখ ৮৮ হাজার সাতশত মিটার অবৈধ জাল।
এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ২ হাজার ৬ শত টাকা জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights