বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। পাঠদান কার্যক্রম শুরু উপলক্ষ্যে সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাকি তিন বিভাগের ওরিয়েন্টেশন মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ধারাবাহিকভাবে ২২ টি বিভাগের ওরিয়েন্টেশন হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন ওরিয়েন্টেশন অনুষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপাচার্য নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখনই জীবন গড়ে তোলার সময়। নিজেদেরকে বিকশিত করতে হলে একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। এতে করে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নেতৃত্বদানের গুণাবলি বিকশিত হবে।

উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলার তার লক্ষ্যের কথা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, সহকারী প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে সর্বমোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ও কলম উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, সাবেক ক্রীড়া সম্পাদক এমডি সিহাব, সদস্য মোশাররফ হোসেন, আশিক আহমেদ, সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সহ- সাহিত্য সম্পাদক আরিফ আহমেদ, শান্ত ইসলাম আরিফ, আজমাইন সাকিব প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights