বরিশাল মেডিকেলে শাট ডাউন প্রত্যাহার

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাট ডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দেয়ার প্রজ্ঞাপন পেয়ে সোমবার বিকেলে শাট ডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে ৫৩ ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম জুনায়েত জানিয়েছেন।

এর আগে কলেজে শিক্ষক সংকটে পাঠ ও চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ৬ জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু শিক্ষার্থীরা ওই প্রজ্ঞাপন না মেনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিসহ শাট ডাউন কর্মসূচি অব্যাহত রাখে।

কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম জুনায়েত বলেন, রবিবার স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. সরোয়ার বারী আমাদের সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছে। তার সাথে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। তিনি নতুন করে ১০ জন শিক্ষক পদায়ন করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি ৬ জনকে পদায়ন করা হয়েছিলো।

তিনি বলেন, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক সংকট রয়েছে। যা এত দ্রুত সম্ভব নয়। এটা চলমান প্রক্রিয়া। প্রশাসন আশ্বাস দিয়েছেন শিক্ষক সংকট দূর করা হবে। যতটুকু শিক্ষক হলে একাডেমিক কার্যক্রম চালানো যাবে। আমাদের সেই দাবি মেনে প্রজ্ঞাপন জারি করেছে। তাই কমপ্লিট শাট ডাউন প্রত্যাহার করেছি।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে ৩৩৪টি পদ রয়েছে। এর মধ্যে এখনো ১৬২ টি পদ শূন্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights