বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর নথুল্লাবাদ বোর্ড কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কতিপয় অকৃতকার্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। এ সময় শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বোর্ডের গেটে তালা ঝুলিয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে। এছাড়াও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও আসবাবপত্র ভাঙচুর করে।
এসব ঘটনার প্রতিবাদে সারাদেশের আন্ত বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে মানববন্ধন করছেন তারা। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ কোমলপ্রাণ শিক্ষার্থীদের নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।