বরিশাল সিটি এলাকায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এবং বরিশাল সিটি করপোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষনা) ড. সৈয়দা নওশীন পর্ণিনী, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সহকারী পরিচালক ড. মোহাম্মদ আবুল বাশার, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগী ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, কাউন্সিলর আকতারুজ্জামান হিরু ও কাউন্সিলর রাজিব হোসেন বক্তব্য রাখেন।
কর্মশালায় বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহন করেন।
কর্মশালায় জানানো হয়, ২০১৬ সালের ২৪ মার্চ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচির উদ্ধোধন হয়। ইতিমধ্যে বরিশাল, বরগুনা সহ আরো ৬টি জেলায় এ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় হতদরিদ্র মানুষ বিনামূল্যে ১১০ টি রোগের চিকিৎসা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রনয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ব্যয়বহুল চিকিৎসা সেবা গ্রহনে অক্ষম এবং আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী যাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায় সে জন্যই এই কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা জনগণের দোড়গোঁড়ায় পৌঁছানোর দায়িত্ব সবার। সমন্বয় করে কাজ করতে পারলে কর্মসূচির উদ্দেশ্য সফল হবে।