বর্ণাঢ্য আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ করল গ্রিন ইউনিভার্সিটি
অনলাইন ডেস্ক
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার ২০২৫-এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এসেম্বলীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান (রতন) প্রধান অতিথি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, টেক্সটাইল বিভাগের চেয়ারপার্সন ও ডিস্টিংগুইশড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) প্রমুখ।
নবীন বরণে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গ্রিন বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক উৎকর্ষতা নয়, বরং উদ্ভাবন, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের এই যাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং এটি তাদেরকে জীবনকে সেই জায়গায় নিয়ে যাবে; যেখানে তোমরা দেশ তথা সমাজে দায়িত্ববান নাগরিক হিসেবে অর্থবহ অবদান রাখতে পারবা। এ সময় তিনি গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতে থাকবে বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান রহমান (রতন) বলেন, জীবন মানে জানতে হবে, জীবনে মূল্য বুঝতে হবে। তবেই একজন নবীন শিক্ষার্থী আগামী চার বছর নিজেকে প্রস্তুত করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে পারবেন। প্রধান অতিথি বলেন, ‘যারা ধৈর্য ধরে, সময় নিয়ে কাজ করে তারাই একপর্যায়ে জীবনে বড় হয়। নতুন শিক্ষার্থী হিসেবে তোমাদের জন্যও শুভকামনা। কারণ, আজ থেকে এখান থেকেই তোমাদের সত্যিকারের জীবন গড়া শুরু হলো।’
আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থী ও উপস্থিত সকলের উপস্থিতিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। অন্যদিকে নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। এদিন নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতেও চলেছে পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় বিভাগিভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান।