বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন-এর বিশ্ব অটিজম দিবস উদযাপন

গত ২রা এপ্রিলঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন (বিএসসিএফ), ও বসুন্ধরা টিস্যু’র পক্ষ থেকেবিশ্ব অটিজম দিবস পালন করা হয়।

বসুন্ধরা গ্রুপ-এর পরিচালক এবংবসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইয়াশাসোবহান অটিজমগ্রস্ত শিশুদের মেধা বিকাশ ও তাদের সুন্দরভবিষ্যত নির্মাণে প্রতিবছরই তাৎপর্যপূর্ণভাবে দিবসটি উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরে তিনিবিএসসিএফ স্কুল পরিদর্শনে যান। সেই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএসসিএফ এবংবসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড-এর ইনচার্জ মেজরঅবঃ মোহসিনুল করিম, বিএসসিএফ-এর প্রধান শিক্ষিকাশায়লা শারমিন, বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেড-এর হেড অবমার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রায় ৩০০ জন অটিজমগ্রস্ত শিশু, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাসহ আরো অনেকে।

চেয়ারম্যান ইয়াশা সোবহান সুবিধাবঞ্ছিত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য তিলে তিলে গড়ে তুলেছেন এই বসুন্ধরা স্পেশালচিলড্রেন ফাউন্ডেশন এবং তার উদ্যোগেই বসুন্ধরা টিস্যু’র প্রতিটি পণ্যেরবিক্রয়লব্ধ অর্থের একটি নির্দিষ্ট অংশ অটিজমগ্রস্ত শিশুদের স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়। তিনি এই দিনে বিএসসিএফ-এর স্কুল পরিদর্শনেগিয়ে অটিজমগ্রস্ত বাচ্চাদের সাথে আন্তরিক সময় কাটান এবং তাদের হাতে ঈদ উপহার তুলেদেন। তিনি এই সময় অটিজমগ্রস্তবাচ্চাদের জন্য সবরকম উন্নত চিকিৎসা ব্যবস্থা, জিমনেসিয়াম, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতসহ এই শিশুদের সকলআবদার পূরণ করার প্রতিশ্রুতি দেন। তিনি তার বক্তব্যে বলেন, “এই অটিজমগ্রস্ত বাচ্চারা অনেকমেধাবী। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেওদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। সেই লক্ষ্যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বাচ্চাদের ভোকেশনাল শিক্ষা, স্বাভাবিক জীবনযাপনের শিক্ষা, স্বাভাবিক কর্মজীবনের শিক্ষা, শারীরিক ও মানুষিক শিক্ষাপ্রদানের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেইবসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে চার বিঘা জমির উপর বিএসসিএফ-এর স্কুল নির্মাণেরকাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক নতুন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আমার প্রত্যাশা এই শিশুরা সঠিকশিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে”। তিনি এসময় অটিজমগ্রস্ত বাচ্চাদের ভবিষ্যত উন্নয়নের লক্ষ্যে দেশের সবাইকে এক হয়ে কাজকরার আহবান জানান। অনুষ্ঠানেবিএসসিএফ অভিভাবক সংগঠন থেকে ইয়াশা সোবহান এবং বসুন্ধরা গ্রুপ-এর ভাইস চেয়ারম্যানসাফওয়ান সোবহান-কে সম্মাননা স্মারকউপহার দেওয়া হয়। বিএসসিএফ-এর শিক্ষার্থীদের একমনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights