বাঁচার আকুতি জানিয়ে ধ্বংসস্তুপ থেকে আসছে ভয়েস মেসেজ
অনলাইন ডেস্ক
তুরস্কের এক সাংবাদিক বিবিসিকে দিয়েছেন এক ভয়াবহ খবর। ইস্তাম্বুলে কাজ করা সাংবাদিক ইব্রাহিম হাসকোলোগ্লু জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে পড়া মানুষেরা তিনি ও তার সহকর্মীদের কাছে পাঠানো হচ্ছে ভয়েস মেসেজ।
ইব্রাহিম বলেন, ‘মানুষজন এখনও ভবনের নিচে চাপা পড়ে আছে। তারা সাহায্য চায়।’
ইব্রাহিম মূলত ভূমিকম্প কবলিত মালাতিয়ার বাসিন্দা। তিনি জানিয়েছেন, শিগগিরই বাড়ি ফিরতে চান তিনি। ইব্রাহিম মানুষকে সাহায্য করতে চান।
ইব্রাহিম জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে থাকা মানুষেরা তাদের অবস্থান জানিয়ে তাকে ও অন্যান্য সাংবাদিকদের অডিও ও ভিডিও বার্তা পাঠাচ্ছে।
আটকে পড়া মানুষরা বাঁচার জন্য সম্ভাব্য সব উপায় অবলম্ব করে সাহায্যের আবেদন জানাচ্ছে।
সূত্র: বিবিসি