বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।
ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ৭১ রানের জুটিতে শুরুটা ভালো করে লঙ্কানরা।
এরপর তিনে নামা কুশাল মেন্ডিসও শক্ত হাতে হাল ধরেন। তারপরের নিয়মিত ভাঙনের মাঝে ব্যতিক্রম ছিলেন জানিথ লিয়ানাজি। নিশাঙ্কার ৩৬, আভিস্কার ৩৩, মেন্ডিসের ৫৯ আর জানিথের ৬৭ রানেই ২৫৫ রানের সংগ্রহ পেয়েছে লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম সাকিব নিয়েছেন তিনটি করে উইকেট। আর একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।