বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার জাপান : রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার জাপান জানিয়ে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, ২৮ ডিসেম্বরের পরে আমি আবারও এমআরটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। জাপান বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

দু’দেশের বন্ধুত্বের দৃঢ়তা প্রসঙ্গে জাপানি রাষ্ট্রদূত বলেছেন, ২০১৬ সালে হোলি আর্টিজানে হামলায় মেট্রোরেলের কাজে নিয়োজিত জাপানি প্রকৌশলী-কর্মকর্তারা নিহত হন। তারপরও জাপান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার হিসেবে সঙ্গে থাকবে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাপানের মতো বাংলাদেশও মেট্রোরেলে একই সুবিধা পাবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,এমআরটি লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২৫ মিনিটে যাতায়াত করা যাবে। আপনারা যদি জাপান ভ্রমণ করেন তবে দেখবেন সরাসরি এয়ারপোর্ট বিল্ডিং থেকে আপনারা মেট্রোরেলে চড়তে পারবেন।
এমআরটি লাইন-১ এর মাধ্যমে বাংলাদেশেও একই সুবিধা পাওয়া যাবে। এমআরটি লাইন- ১,৫ ও ৬ এর মাধ্যমে গণপরিবহন ব্যবস্থায় স্বপ্নের সংযোগ, বাস্তবতায় রূপ নেবে বলেও জানান জাপানি রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights