বাংলাদেশের নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন: এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন যে যাত্রা শুরু হয়েছে তাতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম সেবা।

আজ শনিবার বিকালে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগরীর জিন্দাবাজারস্থ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জৈন্তাবার্তার সহকারী সম্পাদক মাছুম ইফতেখার রসুল শিহাব।
প্রধান অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে পুলিশ ও সাংবাদিকের সম্পর্কের জায়গাকে শক্তিশালী করে তুলতে পারলে তা ইতিবাচক সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় সাংবাদিকসহ নিরীহ লোকদের অর্ন্তভুক্তি ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, মামলা হলেই কেউ অপরাধী হয়ে যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকেই চিহ্নিত করা হবে। তিনি আশ্বাস প্রদান করেন, নিরীহ কাউকেই হয়রানি করা হবে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে কোনো পেশার মানুষের জন্যই খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে। কর্মব্যস্ত জীবনে অবসর খুঁজে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে তিনি ভালো উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় নিরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন আহমদ শিরু, হারিস মোহাম্মদ ও ইকবাল মনসুরসহ প্রয়াত সাংবাদিকদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমপির উপ-কমিশনার বি. এম আশরাফ উল্যাহ তাহের ও মো. শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার মো. গোলাম মাস্তফা ও জায়েদ হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মো. মহসিন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights