বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর হবে : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে জাপানের এই সম্পর্ক তৈরি হয়।

মঙ্গলবার রেল ভবনে রেলপথ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে।
মন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের রেলের প্রকল্পগুলোতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করার এবং ভবিষ্যতে আর্থিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights