‘বাংলাদেশ ভারতের সহায়তা নিয়ে আইটি সেক্টরে দক্ষতা বাড়াতে পারে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ভারত আইটি সেক্টরে অনন্য ভূমিকা রেখে চলেছে। এক্ষেত্রে বাংলাদেশ-ভারতের আইটি সহায়তা কাজে লাগিয়ে এ সেক্টরে দক্ষতা আরো বাড়াতে পারে।
মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসসিআইটিপি’র আয়োজনে তিন দিনব্যাপী চতুর্থ চট্টগ্রাম আইটি ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলমর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সোসাইটি অব আইটি প্রফেশনালস’র মহাসচিব মোঃ সাইফুল ইসলাম মাহিন ও এ্যারোডেক’র ম্যানেজিং কনসালট্যান্ট সুব্রত শাহা, অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী।