বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। জস বাটলারের নেতৃত্বে দুই সংস্করণের জন্যই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দুই সংস্করণের দলেই আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান টম অ্যাবেল। রাখা হয়েছে চোটের কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ফাস্ট বোলার জফরা আর্চারকেও।

অন্যদিকে পাকিস্তান সফরে চমকপ্রদ টেস্ট অভিষেকের পরে ইংল্যান্ডের সীমিত ওভারের স্কোয়াডেও ডাক পেলেন রেহান আহমেদ। তরুণ লেগ-স্পিনার করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে ৭টি উইকেট নেন। তিনি বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই জায়গা পেয়েছেন।
আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

ইংল্যান্ডের ওয়ানডে দল

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড ম্যালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights