বাজুস প্রেসিডেন্টের শাশুড়ি আফরোজা জামানের মৃত্যুতে শোক
নিজস্ব প্রতিবেদক
বাজুস প্রেসিডেন্ট ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের শাশুড়ি ও আরিশা জুয়েলারি লিমিটেড এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের মাতা আফরোজা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মরহুমা আফরোজা জামানের আত্মার মাগফেরাত কামনা করেছেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
মঙ্গলবার বিকালে পবিত্র মক্কা নগরীতে ওমরা পালন শেষে ইন্তেকাল করেন আফরোজা জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।