বাবর ভক্ত কিশোরীর প্রত্যাশা…

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দেশের বৈরিতার কারণে বাবরদের ভারত সফর আলাদা করেই আলোচনায় থাকছে। পাকিস্তান ক্রিকেট দলকে কেন্দ্র করে খুটিনাটি ঘটনাও গুরুত্ব পাচ্ছে বেশ।

সেই বৈরিতার মাঝেই যেন সৌহার্দ্যের বার্তা নিয়ে হাজির হলেন ১৫ বছরের আলিশা। তিনি ফোনের ব্যাককভারে পাকিস্তানের অধিনায়কের ছবি আর হাতে নিয়ে এসেছেন পাকিস্তানের পতাকা।

আলিশা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, ‘আমি ৪ বছর ধরে বাবরের ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি একটা ফ্যানপেজও চালু করেছিলাম। কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে আইডি বন্ধ করে দিতে হয়েছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের দিনে আলিশার এই কাণ্ড নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই তাকে বাহবা দিচ্ছেন। কেউ আবার খোঁচা দিতেই ছাড়ছেন না। তবে আলিশা পরিষ্কারভাবেই বলেছেন, ‌‘আমি প্রথমত একজন ভারতীয়। আমি শুভমান গিল এবং বিরাট কোহলিকে পছন্দ করি। কিন্তু আমি একইভাবে পছন্দ করি বাবরকেও। আমি আশা করি, দুই দেশের সম্পর্ক একদিন ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights