বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

অনলাইন ডেস্ক

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অংশ নেন।

জুমার পর ধানমন্ডি ইদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে মারা যান সাবেক এই উপাচার্য। এই হাসপাতালে তিনি কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights