বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ পালন করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করেন তারা।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে জুমার নামাজের পর একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাবের দিকে চলে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights