বায়ার্ন ম্যাচ দিয়েই ফিরছেন মেসি-এমবাপ্পে
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। সেই দলে আছেন মেসি ও এমবাপ্পে। অর্থাৎ বাভারিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ দল নিয়েই মাঠে নামবে পারিসের ক্লাবটি। ফলে আক্রমণভাগে ফের দেখা মিলবে ‘এমএনএম’ ত্রয়ীর।
বায়ার্ন ম্যাচের আগে দলগত অনুশীলনে একসঙ্গে দেখা গেছে মেসি ও এমবাপ্পেকে। যদিও দুজনকেই নিয়ে ছিল অনিশ্চয়তা। কারণ গত সপ্তাহে মার্শেইয়ের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে পায়ের পেশিতে চোট পান মেসি, যেখানে হেরে বিদায় নিয়েছে পিএসজি। এরপর মোনাকোর বিপক্ষে গত লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। পিএসজি কোচ আগেই জানিয়েছিলেন, মেসির চোট তেমন গুরুতর নয়। এবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসেই তাকে পাচ্ছেন তিনি।
অন্যদিকে ফেব্রুয়ারির শুরুতে মঁপিয়েরের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান এমবাপ্পে। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। এমনকি ধরেই নেওয়া হয়েছিল, বায়ার্ন ম্যাচে তাকে পাওয়া যাবে না। কারণ, গুঞ্জন ছিল এমবাপ্পের মাঠে ফিরতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। কিন্তু অনেকটা চমকে দিয়েই দলের বাকিদের সঙ্গে অনুশীলন করেন কাতার বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ী।