বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না : ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
আজ শনিবার বিকালে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?’
তিনি বলেন, ‘২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করল। প্রথমে অর্ধেক দিবস বলে, পরে আবার বলে পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।’