বিএনপির ভোট বর্জনের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশের জনগণ ভোট উৎসবে মেতে উঠেছে। সাধারণ ভোটাররা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। বিএনপির ভোট বর্জনের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না বলেই তারা রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করে বেড়াচ্ছে এবং নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া বাস টার্মিনালে শ্রমিক লীগের আয়োজনে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এ পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলি, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ আলি খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার ৪টি আসনেই উৎসবমুখর পরিবেশে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights