বিএনপি কর্তৃক ডাকা দেশব্যাপী হরতাল ও অবরোধ সমর্থন করে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ মিছিল

জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;

বিএনপি কর্তৃক ডাকা দেশব্যাপী হরতাল ও অবরোধ সমর্থন করে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল

সরজমিনে দেখা যায়, আজ রোববার (৬ নভেম্বর) সকালে ৯টা নাগাদ দয়াগঞ্জ মোড়ে অবস্থান নেয় জবি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে তারা।

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দেশের হারানো গনতন্ত্র এবং ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী দলের এই অবরোধ কর্মসূচী ছাত্রদল সাপোর্ট করে। দেশের এই ক্রান্তিলগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দেশনায়ক তারেক রহমানের এই অবরোধ কর্মসূচী সফল করার জন্য নিজেদের রক্ত দিয়ে হলেও সফল করবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবেনা। জনগনকে সাথে নিয়ে এই অবৈধ মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights