‘বিএনপি দেশের কোনো উন্নয়ন করেনি’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। খালেদা জিয়া বলেছিলেন, এই পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে। এখন প্রতিদিন এই সেতু দিয়ে গাড়ি চলছে, পদ্মা সেতু তো ভেঙে পড়েনি। কর্ণফুলী টানেল হয়েছে, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কক্সবাজারে ট্রেন সার্ভিস চালু হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে বিড়িং ও রাইটিং হসপিটাল’র কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস শহীদ বলেন, আসলে বিএনপি হচ্ছে অজ্ঞ, তাদের মধ্য কোনো বিষয়ে জ্ঞান নেই। তারা উন্নয়ন বোঝে না। তারা চায় শুধু ক্ষমতা। আর শেখ হাসিনা চান শুধু উন্নয়ন। আগামী জানুয়ারিতে নির্বাচন। তাই চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষকে আবার নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে আরও উন্নয়ন হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানুলার রায়, ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights