বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য করে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাইস্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় যাবে, এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।

মির্জা আব্বাস বলেন, বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে। এমনকি বিএনপিকে ইসলামবিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে।

মির্জা আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে।

তিনি বলেন, অনেকে গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই-আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights