বিএনপি ধ্বংসের নীল নকশা ‘বুমেরাং’ হয়েছে : নোমান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির আহ্বানে জনগণ ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে ধ্বংস করার সরকারের নীল নকশা বুমেরাং হয়ে গেছে। সরকার দমন-পীড়ন ও প্রলোভনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদেরকে আদর্শচ্যুত করতে পারেনি। যতবারই বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার অপচেষ্টা চালিয়েছে প্রতিবারেই বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।
নগরীর জিইসি কনভেনশনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
শ্রমিকদলের সভাপতি এ.এম. নাজিম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, একরামুল করিম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বক্তব্য রাখেন।
নোমান বলেন, ৭ জানুয়ারির প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী লীগ সব সরকারি প্রতিষ্ঠানকে বিএনপি নেতাকর্মীদেরকে দমন ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করছে। বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান নিয়মিত রুটিন ওয়ার্ক বাদ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন ও হয়রানির মাধ্যমে দমন-পীড়ন চালাচ্ছে।