বিজয়নগরে গণঅধিকারসহ বিভিন্ন দলের মানববন্ধন
অনলাইন ডেস্ক
রাজধানীর বিজয়নগর এলাকায় মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ লেবার পার্টি, ১২ দলীয় জোট, প্রগতিশীল জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
আজ রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি ও সমমনা দলগুলোর এ কর্মসূচি পালন করছে।
সেখানে স্টপ এক্সট্রাজুডিসিয়াল কিলিংস, উই ওয়ান্ট ভোট রাইটস, ফ্রি ডেমোক্রেসি, ফ্রি বাংলাদেশ, মাই ভোট, মাই রাইটস ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে দাঁড়ান তারা।
মানববন্ধনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আজকে যদি মানবাধিকার থাকত, তাহলে হয়ত আমরা দাঁড়াতাম না। ১৯৭১ সালে আমরা একটা স্বাধীন ভূ-খণ্ড পেয়েছি। কিন্তু, সামাজিক, রাজনৈতিক মুক্তি এখনও আসেনি।
পরে একটি মিছিল বিজয়নগর পানির টাংকি থেকে প্রেসক্লাবে এসে শেষ হয়।