বিতর্কিত সেই বিলে প্রাথমিক অনুমোদন ইসরায়েল সংসদের
অনলাইন ডেস্ক
বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার সেই বিতর্কিত বিলের ওপর ইসরায়েলের পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে বিলটি পার্লামেন্টে গৃহীত হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেয়। এরপর থেকেই দেশটিতে বিলটির বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
প্রায় প্রতি সপ্তাহেই এই বিলের বিরুদ্ধে হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়ে আসছেন।
বিক্ষোভ-বিরোধিতার মধ্যেই সোমবার ইসরায়েলের পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটির জন্য বিলটি উত্থাপন করা হয়। উত্তপ্ত অধিবেশনের মধ্য দিয়ে বিলটি ৬৪-৫৬ ভোটে পার্লামেন্টে গৃহীত হয়। এর মধ্য দিয়ে বিলটি পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পেল। আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে ইসরায়েলের পার্লামেন্টে বিলটির ওপর আরও দুই দফা ভোট হবে। সূত্র: রয়টার্স