বিরলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকাল সাড়ে ৩টার দিকে বিরল উপজেলার ধামইড় ইউপি’র ধুকুরঝাড়ী কাহারোল সড়কের মাটিয়ান রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে রেলব্রীজ সংলগ্ন ধান ক্ষেত থেকে পুলিশ ওই অজ্ঞাত ব্যাক্তি (৪৫) এর লাশ উদ্ধার করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা থেকে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে থানায় সংবাদ দেয়া হয়েছে। নিহত ব্যাক্তির শরীরে ছিলাসহ রক্তাক্ত জখম ও একটি হাত ভাঙ্গা আছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে বা ট্রেনের ধাক্কায় সে মারা যেতে পারে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যাওয়া যায়নি।