বিশেষ কায়দায় মুড়ির মোয়ার ভেতরে ইয়াবা পাচার, অতঃপর..
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম.
চট্টগ্রাম মুড়ির মোয়ার ভেতরে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম প্রীয়োতোষ মজুমদার। অভিযানে মোয়ার ভেতর থেকে ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়। রবিবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন পাকা রাস্তায় মাথায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজার থেকে মুড়ির মোয়ার ভেতর করে ইয়াবার চালান আনা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে পাকা রাস্তার মাথা এলাকায় চেক পোস্ট বসায় র্যাব। এ সময় একটি বাসে তল্লাশী চালালে একটি শপিং ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রীয়োতোষ নামে এক যুবক। পরে তিনটি মোয়ার প্যাকেটে থাকা ২৭টি মোয়ার ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় প্রীয়োতোষকে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।