বিশ্বকাপ ও এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক কে হচ্ছেন?
অনলাইন ডেস্ক
মাত্র একটা ম্যাচেই কি বদলে গেল সব হিসাব। এতদিন ধরে রোহিত শর্মার সহকারী হিসেবে হার্দিক পান্ডিয়াকে ধরে নেওয়া হচ্ছিল। এখন শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন জশপ্রীত বুমরাহ।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহের পারফরম্যান্স দেখে সেটাই মনে হচ্ছে। সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক হওয়ার দাবিদার হার্দিক নন বুমরাহ, সেটা স্বীকার করেছেন এক বিসিসিআই’র কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, সহ-অধিনায়কত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা মাপকাঠি। সেদিক থেকে হার্দিকের থেকে বুমরাহের অভিজ্ঞতা অনেক বেশি। কারণ ২০২২ সালে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যদি দেখেন এশিয়া কাপ এবং বিশ্বকাপ, দুটো টুর্নামেন্টেই বুমরাহকে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেজন্যই আয়ারল্যান্ডে ঋতুরাজের পরিবর্তে বুমরাহকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০ ওভারের ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। তখন মনে করা হচ্ছিল, ৫০ ওভারের ফরম্যাটেও হার্দিকের হাতে সহ-অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। কিন্তু দীর্ঘদিন পর জাতীয় দলে বুমরাহ কামব্যাক ঘটিয়ে সব হিসাব বদলে দিয়েছেন। এমন প্রেক্ষাপটে যদি বুমরাহকে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।