বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক ফেরারি আসামিকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তার নাম দেলোয়ার হোসেন দিলোয়ার। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের আবদুর রউফের ছেলে।
সোমবার তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের দিন রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর সহায়তায় গ্রেফতার করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই জয়ন্ত সরকার।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জয়ন্ত সরকার বলেন, তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় নারী নির্যাতন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ধূর্ত দেলোয়ার। পরে তার অবস্থান শনাক্ত করে রাজধানী ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে র্যাব-২ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।